৩০ নভেম্বর ২০২৪, ১০:১৩

মেডিকেল ভর্তি প্রস্তুতি | ২০১৬-১৭ সালের প্রশ্ন থেকে

মেডিকেল ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

এগিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে মেডিকেল এর ২০১৬-১৭ সালের সমাধানসহ প্রশ্ন।

 

1. নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়?

(a) অগ্ন্যাশয়

(b) শুক্রাশয়

(c) ডিম্বাশয়

(d) এড্রেনাল গ্রন্থি

2. নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়?

(a) CuSO4

(b) Na2SO4

(c) Al2(SO4)3

(d) BaSO4

3. মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

(a) 4% চিনির দ্রবণ

(b) 2% লবণের দ্রবণ

(c) 10% লবণের দ্রবণ

(d) 8% চিনির দ্রবণ

4. The best passive form of the sentence- "What do you want?' is-

(a) What was wanting by you?

(b) What was wanted by you?

(c) What is wanted by you?

(d) What is wanting by you?

5. কোবাল্টের কুরী বিন্দু কত?

(a) 320°C

(b) 400°C

(c) 500°C

(d) 600°C

6. মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল-

(a) ৪০-৫০ সেকেন্ড

(b) ৫-৭ মিনিট

(c) ১২-১৪ মিনিট

(d) ১-৪ মিনিট

7. স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

(a) স্বর্ণের ন্যানো কণার রং কমলা

(b) ন্যানো স্বর্ণের কণার তড়িৎ পরিবাহিতা বেশি

(c) ন্যানো স্বর্ণের গলনাঙ্ক সাধারণ স্বর্ণের গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি

(d) ন্যানো স্বর্ণ পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে

8. মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপটি?

(a) ম্যাগনেটিক টেলিস্কোপ

(b) গামা রে টেলিস্কোপ

(c) অপটিক্যাল টেলিস্কোপ 

(d) রেডিও টেলিস্কোপ

9. কোনটি ঘাসফড়িং-এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়?

(a) জেনা

(b) এপিক্রেনিয়াম

(c) ওসেলি

(d) ভার্টেক্স

10. একজন ৬ বছরের বালিকার দাঁতের সঙ্কেত (ICPM) কোনটি?

(a) I2C1P2M3

(b) 12C1P0M2

(c) I1C2P1M0

(d) I2C6P1M2

11. কোন বিভিন্ন উপকক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহৃত হয় না?

(a) আউফবাউ নীতি

(b) হুন্ডের নীতি

(c) পলির বর্জন নীতি

(d) প্লাঙ্কের নীতি

12. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ V-P লেখচিত্র কোন ধরনের?

(a) সমপরাবৃত্ত (Rectangular Hyperbola)

(b) সরল রৈখিক (Straight line)

(c) বৃত্তাকার (Circular)

(d) অধিবৃত্ত (Parabola)

13. একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হলো-

(a) সমআয়তন প্রক্রিয়া

(b) সমোষ্ণ প্রক্রিয়া

(c) রুদ্ধতাপীয় প্রক্রিয়া

(d) সমচাপ প্রত্রিয়া

14. বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে (lg)?

(a) IgE 

(b) IgM

(c) IgG

(d) IgA

15. A synonym for 'Legendary' is-

(a) Intelligent

(b) Legitimate

(c) Fictitious

(d) Famous

16. রান্নার ফ্রাইপ্যানে কোনটির কোটিং (Coating) দেয়া হয়?

(a) পলিথিন

(b) প্লাস্টিক

(c) টেফলন

(d) পলিস্টারিন

17. পরজীবী ছত্রাক যে বিশেষ হাইফার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে তাকে বলে-

(a) মাইসেলিয়াম

(b) মাইকোরাইজা

(c) রাইজোমফ

(d) হস্টেরিয়াম

18. A synonym for 'Synergy' is-

(a) Conflict

(b) Autonomy

(c) Antagonism

(d) Alliance

19. ব্যুরেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়?

(a) K2Cr2O7 গাঢ় H2SO4

(b) গাঢ় K2Cr2O7 ও হালকা H2SO4

(c) K2Cr2O7 ও H₂SO₄

(d) গাঢ় K2Cr2O7 ও গাঢ় H2SO4

20. অবলোহিত রশ্মির ব্যবহার নয়?

(a) অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ

(b) রিমোট কন্ট্রোল

(c) ফিজিওথেরাপি

(d) টিভি সিগন্যাল

21. কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? 

(a) কাজ-শক্তি উপপাদ্য (Work-energy Theorem) 

(b) আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব (Einstein's Theory of Relativity)

(c) যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি (Principles of Conservation of Mechanical Energy)

(d) নিউটনের গতিসূত্র (Newton's Law of Motion)

22. শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়?

(a) সেরেবেলাম

(b) স্নায়ুরজ্জু

(c) পন্স

(d) মধ্যমস্তিষ্ক

23. অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি?

(a)-COOH

(b)-NO2

(c)-NH2

(d)-CHO

24. বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কারণটি সবচেয়ে কার্যকরী-

(a) কোস্ট গার্ডের তৎপরতা

(b) সমুদ্র জয়

(c) সংশ্লিষ্ট পক্ষের বোধদয়

(d) চোরাচালান রোধ

25. প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে-

(a) ক্রোমোপ্লাস্ট

(b) ক্লোরোপ্লাস্ট

(c) ইলায়োপ্লাস্ট

(d) অ্যালিউরোপ্লাস্ট

26. ২০১৬ সালে স্বাধীনতা দিবস পুরষ্কার প্রাপ্ত চিকিৎসক হলেন- 

(a) ডা. এ বি এম আবদুল্লাহ 

(b) ডা. এম আর খান 

(c) ডা. প্রাণ গোপাল দত্ত

(d) ডা. আহমেদ রফিক

27. 'সোজন বাদিয়ার ঘাট' এর লেখক কে?

(a) নির্মলেন্দু গুণ

(b) কাজী নজরুল ইসলাম

(c) শামসুর রাহমান

(d) জসীমউদ্‌দীন

28. একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 deg কোণে 9.8ms ^-2 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে?

(a) 19.6 m

(b) 9.8 m

(c) 10 m

(d) 1 m

29. 60 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এ 10ms ^-1 এ বৃদ্ধি পাবে?

(a) 20 N

(b) 40 N

(c) 10 N

(d) 50 N

30. একই সাথে শরীরে রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কি?

(a) থার্মোমিটার

(b) স্ফিগমোম্যানোমিটার

(c) পাল্সঅক্সিমিটার

(d) ব্যারোমিটার

31. C12H22O11+ H2O--প্রভাবক---> C6H12O6+C6H12O6  বিক্রিয়াতে প্রভাবক হিসাবে কাজ করে কোনটি?

(a) নিকেল

(b) কপার

(c) খনিজ এসিড

(d) লোহা

32. Choose the correct sentence-

(a) One should obey their parents.

(b) One should obey one's parents.

(c) One should obey one parent.

(d) One should obey the parent.

33. কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা?

(a) পুত্রদের অর্ধেক সুস্থ হবে

(b) পুত্রদের সবাই সুস্থ হবে

(c) পুত্রদের অর্ধেক হিমোফিলিয়ায় আক্রান্ত হবে

(d) কন্যাদের অর্ধেক বাহক হবে

34. মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডাংশটি হলো-

(a) বাম খন্ড

(b) ডান খন্ড

(c) কডেট খন্ড

(d) কোয়াড্রেট খন্ড

35. Choose the correct sentence-

(a) He died of poison.

(b) He died by over eating.

(c) He died from cholera.

(d) He died for his country.

36. বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে?

(a) ৪০০০ প্রজাতি

(b) ৫ প্রজাতি

(c) ২৮৩ প্রজাতি

(d) ৭২১ প্রজাতি

37. অ্যানথ্রাসাইট কয়লার জ্বালানি মান কত?

(a) 9800-1100 ВТU/Ib

(b) 14500-15500 ВТU/Ib

(c) 13500-18000 BTU/Ib

(d) 10000-1100 BTU/Ib

38. 'তিনি কদাচিৎ মিথ্যা বলেন'।

Which one is the correct English Translation?

(a) He sometimes tells a lie.

(b) He seldom tells a lie.

(c) Some what he tells a lie.

(d) He tells a lie sometimes.

39. Identify the word in the plural form:

(a) Agendum

(b) Physics

(c) Radii

(d) Civics

40. অ্যাক্টিনাইড মৌল কোনটি?

(a) ক্রোমিয়াম

(b) থোরিয়াম

(c) সেলিনিয়াম

(d) পটাশিয়াম

41. বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলে-

(a) সংসক্তি বল

(b) আণবিক পাল্লা

(c) আসঞ্জন বল

(d) আসঞ্জন শক্তি

42. প্যারাচৌম্বক পদার্থ নয় নিচের কোনটি?

(a) অ্যালুমিনিয়াম

(b) প্লাটিনাম

(c) তামা

(d) সোডিয়াম

43. মানুষের কব্জিতে (Carpal region) হাড়ের সংখ্যা কত?

(a) ১০ টি 

(b) ৭ টি 

(c) ৫ টি

(d) ৮ টি

44. কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয়?

(a) ফেরিক ক্লোরাইড দ্রবণ

(b) লিবারম্যান পরীক্ষা

(c) অ্যাক্রোলিন পরীক্ষা

(d) ব্রোমিন পানি পরীক্ষা

45. প্রথম বাংলাদেশী হিসেবে UNDP-এর শুভেচ্ছা দূত নির্বাচিত হন কে?

(a) তামিম ইকবাল

(b) মাশরাফি বিন মর্তুজা

(c) মুশফিকুর রহিম

(d) রুবেল হোসেন

46. একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলে-

(a) অভিস্রবণ

(b) ব্যাপন

(c) ইমবাইবিশন

(d) প্লাজমোলাইসিস

47. টমেটো ও আলু গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন করে কোন নতুন গাছ তৈরি করা হয়েছে?

(a) আমাটো

(b) মামাটো

(c) পটোমাটো

(d) পোম্যাটো

48. সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন?

(a) ইতিহাসবিদ

(b) অর্থনীতিবিদ

(c) রাষ্ট্রবিজ্ঞানী

(d) মনোবিজ্ঞানী

49. CGPA- পূর্ণ অভিব্যক্তি হচ্ছে?

(a) Current Grade Point Average

(b) Cumulative Grade Point Average

(c) Certificate Grade Point Average

(d) Complete Grade Point Average.

50. মেহেদির রং এর জন্য দায়ী কোন পদার্থটি?

(a) ল্যানোলিন

(b) অলিক এসিড

(c) লোশান (Lotion)

(d) লাসোন (Lawsone)

51. কোনটি প্যারান্যাসাল সাইনাস না?

(a) ফ্রন্টাল সাইনাস

(b) ম্যাক্সিলারি সাইনাস

(c) স্কেনয়ডাল সাইনাস

(d) অক্সিপিটাল সাইনাস

52. একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আর্কষণ করে সেটি হলো-

(a) অভিকর্ষজ ত্বরণ

(b) মহাকর্ষীয় ধ্রুবক

(c) একক বল

(d) প্ল্যাঙ্কের ধ্রুবক

53. An antonym of 'Combination' is-

(a) Mixture

(b) Aggregate

(c) Fusion

(d) Separation

54. কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?

(a) ডুওডেনাম

(b) ইলিয়াম

(c) এপেনডিক্স

(d) জেজুনাম

55. মিউটন কী?

(a) জিন প্রকাশের একক

(b) জিন কার্যের একক

(c) জিন রিকম্বিনেশনের একক

(d) জিন মিউটেশনের একক

56. কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারী ব্যবহার করা হয়?

(a) Ni-Cd ব্যাটারী

(b) Li ব্যাটারী

(c) Li আয়ন ব্যাটারী

(d) শুল্ক ব্যাটারী (Dry cell)

57. কোন এককের সংকেত সঠিক?

(a) চার্জ - V

(b) তড়িৎ প্রবাহ - A

(c) বিভব - C

(d) তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক JS^-1

58. রুই মাছের আঁশের বৃদ্ধি কোন সময়ে বেশি হয়?

(a) বসন্তকালে

(b) শীতকালে

(c) শরৎকালে

(d) বর্ষাকালে

59. নিচের কোন BMI (Body Mass Index) অতিরিক্ত ওজন নির্দেশ করে?

(a) 18.5-24.9 kg /m²

(b) 25.0-29.9 kg/m²

(c) 30.0-34.9 kg/m²

(d) 35.0-39.9 kg/m²

60. নিউক্লিয়াসবিহীন কোষ হলো-

(a) হৃদকোষ

(b) স্নায়ুকোষ

(c) শ্বেত রক্তকণিকা

(d) লোহিত রক্তকণিকা

61. কোন রোগীর রক্তের pH 6.90; এই অবস্থাকে কি বলে?

(a) অ্যালকালোসিস

(b) এসিডোসিস

(c) হাইড্রোসিস

(d) অ্যালকালিমিয়া

62. ফিলোসফিক গ্রন্থের রচয়িতা কে?

(a) ডারউইন

(b) ল্যামার্ক

(c) দ্যা খ্রিস

(d) ভাইজম্যান

63. ২৬৯ জন যাত্রীসহ মালোয়েশিয়া এয়ার লাইনস ফ্লাইট-MH- 370 ২০১৪ সালে নিখোঁজ হয়। বিমানটির গন্তব্য স্থল ছিল-

(a) ক্যানবেরা

(b) কলম্বো

(c) ইয়াঙ্গুন

(d) বেইজিং

64. কোনটি সত্য নয়?

(a) লিটমাস অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে

(b) মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে

(c) ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে

(d) থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে

65. সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল হলো-

(a) তড়িৎ চৌম্বক বল

(b) সবল নিউক্লীয় বল

(c) মহাকর্ষ বল

(d) দুর্বল নিউক্লীয় বল

66. লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইনস এর নাম?

(a) ইন্দোনেশিয়া

(b) চীন

(c) জার্মানি

(d) রাশিয়া

67. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

(a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(b) তাজউদ্দীন আহম্মেদ

(c) ক্যাপ্টেন এম. মনসুর আলী

(d) সৈয়দ নজরুল ইসলাম

68. নিচের কোন অক্সাইড অম্লধর্মী?

(a) MgO

(b) Al2O3

(d) CO2

(c) Na2O

69. যদি কোন তাপ ইঞ্জিন থেকে কোন তাপ বের না হয়, তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে?

(a) 100%

(b) 0%

(c) 10%

(d) 30%

70. What part of speech is the word 'Extraordinary'?

(a) Noun

(b) Verb

(c) Adjective

(d) Adverb

71. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো, তবে বল কতগুণ হবে-

(a) 1/9 

(b) 9

(c) 1/3

(d) 3

72. 'I can not but go' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে-

(a) আমি যেতে পারি 

(b) আমি না যেয়ে পারি না

(c) আমাকে যেতে হবে

(d) আমি যাবই

73. অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP তৈরি হয়?

(a) ৪টি

(b) ১০টি

(c) ১৮টি

(d) ২টি

74. The play 'HAMLET' is written by-

(a) W.H Auden

(b) W.Wordsworth

(c) W.B.Yeats

(d) William Shakespeare

75. Na(11) এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

(a) 1s^2  2s ^ 2  2p ^ 5  3s ^ 2

(c) 1s ^ 3  2s ^ 2  2p ^ 6  3s ^ 1

(b) 1s ^ 2  2s ^ 2  2p ^ 4  3s ^ 3

(d) 1s ^ 2  2s ^ 2  2p ^ 3  3s ^ 4

76. দক্ষিণ স্বাস্থ্য সংস্থার কোন শহরে?

(a) নয়াদিল্লি

(b) ইসলামাবাদ

(c) কলম্বো

(d) কাঠমুন্ডু

77. "Walking is a good exercise. Here walking is a/an-

(a) Verb

(b) Noun

(c) Gerund

(d) Adverb

78. একটি ধাতব রোধের উষ্ণতা 10 ^ 0 * C হতে 110 ^ 0 * C পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোষ 10% বাড়ে। ধাতুটির রোধের উষ্ণতা গুণাঙ্ক কত?

(a) 0.02 ^ 0 * C ^ - 1

(b) 0.002 ^ 0 * C ^ - 1

(c) 0.01 ^ 0 * C ^ - 1

(d) 0.001 ^ 0 * C ^ - 1

79. জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে?

(a) ১৫ কোটি বছর

(b) সাড়ে ১৬ কোটি বছর

(c) সাড়ে ১৩ কোটি বছর

(d) ২৫ কোটি বছর

80. পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উপাদান করা হয়?

(a) বিভবশক্তি

(b) স্থিতিশক্তি

(c) সান্দ্রতা

(d) পৃষ্ঠটান

81. PbO2 কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে?

(a) HCl

(b) H2SO4

(c) HNO3

(d) HO + H2O

82. Choose the correct group verb to complete the following sentence-

(a) run off

(b) run into

(c) run across

(d) run down

83. কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি, এর ভরবেগের সাথে সম্পর্ক কি? 

(a) বর্গমূলের সমানুপাতিক

(b) বর্গের সমানুপাতিক

(c) বর্গের ব্যস্তানুপাতিক

(d) সমানুপাতিক

84. Choose the correct sentence-

(a) We have many works to do in summer.

(b) We have much works to do in summer. 

(c) We have a lot of work to do in summer.

(d) We have a lot of works to do in summer.

85. হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি?

(a) এনজিওগ্রাম

(b) লিপিড প্রোফাইল

(c) ইসিজি

(d) ইটিটি

86. কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়?

(a) নিউট্রন

(b) মেসন

(c) গ্রাভিটন

(d) ফোটন

87. দ্রবণে Na+ আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

(a) ( NH4)2C2O4

(b) K2H2Sb2O7

(c) Na2H2Sb2O7

(d) AgNO3

88. দ্রুত চলাচলের জন্য Hydra কোন চলন পদ্ধতি ব্যবহার করে?

(a) Somersaulting

(b) Looping

(c) Crowling

(d) Gliding

89. তরঙ্গ দৈর্ঘ্য (λ), তরঙ্গ বেগ (v) এবং কম্পাঙ্ক (n) এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?

(a) n = vλ

(b) λ= nv

(c) n = λ/v

(d) v = nλ

90. দাতার দেহ থেকে বৃদ্ধ সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?

(a) ৭২ ঘন্টার মধ্যে

(b) ৪৮ ঘন্টার মধ্যে

(c) ১০০ ঘন্টার মধ্যে

(d) ২ ঘন্টার মধ্যে

91. Which one of the following is the correct spelling?

(a) abborigines

(b) aboriginnes

(c) aborigines

(d) aboregence

92. নিচের কোন গ্যাস দাহ্য নয়?

(a) অক্সিজেন

(b) বিউটেন

(c) হাইড্রোজেন

(d) প্রোপেন

93. চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়?

(a) মায়োপিয়া- অবতল লেন্স

(b) প্রেসবায়োপিয়া- সিলিন্ড্রিক্যাল লেন্স

(c) হাইপারমেট্রোপিয়া- উত্তল লেন্স

(d) অ্যাসটিগমেটিজম- সিলিন্ড্রিক্যাল লেন্স

94. বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা স্থাপনের আগে ETP (Effluent Treatment Plant) বসানো জরুরী? 

(a) কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প

(b) ট্যানারী শিল্প

(c) রেডিমেড গার্মেন্টস শিল্প 

(d) পশু খামার শিল্প

95. নিচের কোনটি চায়না ক্লের সংকেত?

(a) Al2O3 .SiO 2 .H ;

(b) Al2O3.2SiO2.2H2O

(c) CaO.Al2O3.6SiO3 

(d) Na2O.Al2O3.6SiO2

96. রিডিউসিং (Reducing) সুগার হলো-

(a) স্টার্চ

(b) গ্লুকোজ

(c) সেলুলোজ

(d) গ্লাইকোজেন

97. সমগোত্রীয় নয় কোনটি?

(a) Yellow fever

(b) Typhoid fever

(c) Influenza fever

(d) Dengue fever

98. আলোক বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি?

(a) অতিবেগুনি রশ্মি

(b) রঞ্জন রশ্মি

(c) অবলোহিত রশ্মি

(d) গামা রশ্মি

99. প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?

(a) ১০ মিলিয়ন

(b) ১০ কোটি

(c) ১০ বিলিয়ন

(d) ১০ লক্ষ

[বি.দ্র.: আজমল স্যারের নতুন এডিশনের বই অনুযায়ী প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা ১০০ বিলিয়ন।

100. নিচের কোন তথ্যটি সঠিক নয়?

(a) সারফেস ওয়াটারে HNO: এসিড দ্রবীভূত থাকে

(b) খর পানিতে Ca^+2, Mg ^+ 2, Fe^ +2 দ্রবীভূত থাকে

(c) বিশুদ্ধ পানির 7.00

(d) 25 deg  C তাপমাত্রায় পানির pH 6.5-8.5 এর মধ্যে থাকলে পানি বর্ণহীন ও গন্ধহীন হয়

উত্তরসমূহ: 1.d 2.d 3.b 4.c 5. Blank 6.d 7d 8.a 9.c 10.b 11.d 12.a 13.a 14.d 15.d 16.c 17.d 18.d 19.a 20.d 21.b 22.c 23.c 24.c 25.d 26.b 27.d 28.b 29.c 30.c 31.c 32.b 33.b 34.b 35.d 36.b 37.b 38.b 39.c 40.b 41.c 42.c 43.d 44.c 45.b 46.b 47.d 48.d 49.b 50.d 51.d 52.b 53.d 54.c 55.d 56.b 57.b 58.a 59.b 60.d 61.b 62.b 63.d 64.c 65.c 66.c 67.d 68.d 69.a 70.c 71.a 72.b 73.d 74.d 75.c 76.a 77.c 78.d 79.b 80.b 81.c 82.d 83.b 84.d 85.c 86.c 87.b 88.a 89.d 90.b 91.c 92.a 93.b 94.b 95.b 96.b 97.b 98.c 99.c 100.a